স্টাফ রিপোর্টার ।।
পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট পাওয়া নাগরিকের মৌলিক অধিকার।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস এই সিদ্ধান্তের কথা জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি তিন দিন ধরে চলবে।
সম্মেলনে অধ্যাপক ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।