বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্বব্যাংক কর্মকর্তারা

জানা গেছে, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফ’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন

by ঢাকাবার্তা ডেস্ক
পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্বব্যাংক কর্মকর্তারা

ঢাকাবার্তা ডেস্ক।।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান কর্মকর্তারা। রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফ’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন।

 

আরও পড়ুন: তফসিলের বিরুদ্ধে সারা দেশে বিরোধী দলগুলোর বিক্ষোভ, আগামী সপ্তাহে হরতাল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net