সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির অনুমোদন

অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির অনুমোদন

ঢাকাবার্তা ডেস্ক।।

পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত ৩৬৫টি ‘সুপারনিউমারারি পদ’ (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জানতে চাইলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে।

আলোচনা আছে, এখন এ বিষয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে। পুলিশে পদোন্নতির জন্য ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির জন্য কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

 

আরও পড়ুনঃ আওয়ামী লীগ ও বিএনপি প্রত্যাশিত স্থানেই সমাবেশের ‘অনুমতি’ পাচ্ছে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net