স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভরত ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে কালশী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে মিরপুর গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। বেলা তিনটা পর্যন্ত সেখানে অবস্থান নেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ চালকেরা ৮–১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের ধাওয়ায় বিক্ষোভকারীরা মিরপুর গোলচত্বর এলাকা ছেড়ে কালশী মোড় এলাকায় অবস্থান নেন। বিকেল চারটার দিকে সেখানকার একটি পুলিশ বক্সে আগুন দেন তাঁরা। এর ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।