বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে: ডিএমপি কমিশনার

গ্রেপ্তার শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।

by ঢাকাবার্তা ডেস্ক
পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে: ডিএমপি কমিশনার

রাজনীতি ডেস্ক।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, গতকাল রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ নিহতের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আজ রোববার রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজার নামাজে অংশ নিতে যান ডিএমপি কমিশনার।

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তৃতায় তিনি বলেন, ‘যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার করব।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছি।’  পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন-শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ। তাকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তার মাথায় আঘাত লেগেছিল।

ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার ভোরে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net