রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভয়েজার-১

বর্তমানে পৃথিবী থেকে সবথেকে দূরে অবস্থানরত মহাকাশযান হচ্ছে ভয়েজার-১। ৪৬ বছর পূর্বে ১৯৭৭ সালের ৫ই সেপ্টেম্বর পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল মহাকাশযানটি

by ঢাকাবার্তা ডেস্ক
পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভয়েজার-১

মহাকাশ ডেস্ক।।

কম্পিউটার ত্রুটির কারণে পৃথিবীর সঙ্গে ভয়েজার-১ নভোযানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা। বর্তমানে পৃথিবী থেকে সবথেকে দূরে অবস্থানরত মহাকাশযান হচ্ছে ভয়েজার-১। ৪৬ বছর পূর্বে ১৯৭৭ সালের ৫ই সেপ্টেম্বর পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল মহাকাশযানটি। এরপর মহাশূন্যের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে গোটা সৌরজগৎ। ২০১২ সালে সৌরজগতের সীমা ছাড়িয়ে মহাবিশ্বের গভীরে পা দেয় মহাকাশযানটি।

নিজের দায়িত্ব পালন শেষ হলেও বছরের পর বছর ধরে তথ্য পাঠিয়েই যাচ্ছে সেই ভয়েজার- ১। যদিও নাসা জানিয়েছে, সম্প্রতি তথ্য পাঠাতে অক্ষম হয়ে পড়েছে এটি। যদিও নভোযানটি এখনও তথ্য গ্রহণ করতে পারছে। মূলত নভোযানটির ফ্লাইট ডেটা সিস্টেম বা এফডিএস এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহ করে। তারপর সেটা ঠিকঠাক করে পাঠায় টেলিযোগাযোগ ইউনিট বা টিএমইউতে।

টিএমইউ সেটা সম্প্রচারণ করে পৃথিবীতে। এই এফডিএস অংশেই সমস্যা হয়েছে।

 

আরও পড়ুন: বাংলাদেশে লাইসেন্স পাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net