শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

পোপের ইনিংসের পর হার্টলির ঘূর্ণিতে ভারতকে হারালো ইংল্যান্ড

পোপের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস পুনরুজ্জীবিত করে তোলে ইংলিশদের। পোপের ব্যাটে ভর করে তারা দ্বিতীয় ইনিংসে ৪২০ রান করে জমিয়ে দেয় লড়াই! তাতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান।

by ঢাকাবার্তা ডেস্ক
পোপের ইনিংসের পর হার্টলির ঘূর্ণিতে ভারতকে হারালো ইংল্যান্ড

খেলা ডেস্ক।।

জমে উঠেছিল ভারত-ইংল্যান্ডের হায়দরাবাদ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে থাকা ইংল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেট জুটিতে স্বাগতিকদের টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন ভরত-অশ্বিন। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙতেই ভারতকে ২০২ রানে অলআউট করে ২৮ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।

অথচ ১৯০ রানের লিড নিয়ে স্বাগতিক দল চালকের আসনেই ছিল। কিন্তু পোপের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস পুনরুজ্জীবিত করে তোলে ইংলিশদের। পোপের ব্যাটে ভর করে তারা দ্বিতীয় ইনিংসে ৪২০ রান করে জমিয়ে দেয় লড়াই! তাতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। লক্ষ্যটা বেশি না হলেও অভিষেক টেস্ট খেলতে নামা বামহাতি স্পিনার হার্টলির ঘূর্ণিই গড়ে দেয় ব্যবধান। ৬২ রানে ৭ উইকেট নিয়ে এলোমেলো করে দেন স্বাগতিকদের।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রোহিত শর্মার ৩৯ রানই ছিল সর্বোচ্চ। তবে অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন (২৮) ও শ্রিকর ভরত (২৮) জুটি গড়ে ম্যাচটাকে পঞ্চম দিনে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা হয়নি যদিও। ইংল্যান্ডের জয়টা যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন শেষ জুটিতে তাদের হতাশ করছিলেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। শেষ ওভারে সিরাজকে স্টাম্পড করে পথের কাঁটা সরিয়েছেন হার্টলি।

অভিষিক্ত বামহাতি হার্টলি দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৭ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন জো রুট ও জ্যাক লিচ। ম্যাচসেরা অলি পোপ। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে শুক্রবার।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net