সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পোশাক নিয়ে বিতর্কে মধুমিতা

কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে মধুমিতা ব্রেস্ট সার্জারি করেছেন

by ঢাকাবার্তা ডেস্ক
পোশাক নিয়ে বিতর্কে মধুমিতা

টলিপাড়ায় ট্রল বা বাজে মন্তব্য নতুন কিছু নয়। তবে ছোট পর্দা থেকে বড় পর্দার অভিনেত্রীরাই বেশি কটাক্ষের শিকার হন। সেগুলো পাত্তা না দিয়ে এগিয়ে যান অনেকেই। কিন্তু এবার ছোট পোশাক পরে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। এক ছবিকে ঘিরে নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। জানা গেছে, যে ছবিটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে সে ছবিটি তুলেছেন টলিপাড়ার চেনা চিত্রধারক তথাগত ঘোষ। যিনি প্রিয়াংকা সরকারের ‘বিশেষ বন্ধু’ ছিলেন একসময়। আধখোলা পোশাক ও বিকিনিতে মধুমিতাকে আগে দেখা গেলেও এবার অনেক বেশি কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে করা হচ্ছে বাজে মন্তব্যও। অনেক নেটিজেন লিখেছেন, তোমার কাছ থেকে এ ধরনের ছবি আশা করিনি।

একরাশ ধিক্কার। এখানেই শেষ নয়,  এসেছে অনেক ইঙ্গিতপূর্ণ বার্তা। এদিকে কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে মধুমিতা ব্রেস্ট সার্জারি করেছেন। অপরদিকে এর আগে বাইরে ঘুরতে গিয়ে ‘মহাকাল’- লেখা পোশাক পরিধান করে ঝর্ণার পানি গায়ে দিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় মধুমিতাকে। সেই ছবিতেও এসেছিল নানা বাজে মন্তব্য। তখন অবশ্য প্রতিবাদ করেছিলেন এ অভিনেত্রী।

 

আরও পড়ুনঃ শুটিংয়ে উপস্থিত পরীমনি

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net