ঢাকাবার্তা ডেস্ক ।।
গত বার হজ্জ চলাকালীন ২৪০ জনের মৃত্যু হয়েছিল। এ বার ইতিমধ্যেই তার দ্বিগুনেরও বেশি হজ্জযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক বলে সৌদি সরকার সূত্রে জানা গেছে।
ইসলামী ক্যালেন্ডার মেনে সম্প্রতি হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছিলো সৌদি আরব সরকারের হজ্জ এবং ওমরা মন্ত্রণালয়। এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ মানুষ হজ্জে এসেছেন। তাঁদের মধ্যে সৌদি আরবের বাইরে থেকে এসেছেন ১২ লক্ষ হজ্জযাত্রী।
ভিড় এবং গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দ্রুত তাঁদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই হিট স্ট্রোকজনিত কারণেই মৃত্যু হচ্ছে বলে সে দেশের হাসপাতালগুলির সূত্রে দাবি করা হয়েছে।