শুক্রবার, জুলাই ১১, ২০২৫

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাথাপিছু আয় বেড়েছে চার গুণের বেশি: কাজী নাবিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘এই সময়কালে তিনি বিধবা ভাতা, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ডসহ নানান রকম ভাতার ব্যবস্থা করে সামাজিক নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দিয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাথাপিছু আয় বেড়েছে চার গুণের বেশি: কাজী নাবিল

রাজনীতি ডেস্ক।।

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার নির্বাচনি পথসভায় বলেছেন, ‘দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী করতে হবে। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৯ সালে যখন তিনি দায়িত্ব নেন তখন আমাদের যে মাথাপিছু আয় ছিল, এখন তার চার গুণেরও বেশি। সেই সময় বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার মেগাওয়াট। এখন তা ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এখন সব কাজ সেটা কৃষিতে সেচ বলি আর শিল্পায়ন বা উৎপাদন বলি—সব কিছুই এখন বিদ্যুতের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।’

সোমবার (১ জানুয়ারি) বিকালে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি হাইকোর্ট মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।যারা দলীয় সিদ্ধান্ত মানে না তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের একটাই মার্কা, সেটি হচ্ছে নৌকা। নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, উন্নয়নের মার্কা। সে কারণে অন্য কোনও দিকে না তাকিয়ে আগামী চার দিন আমাদের সকাল-বিকাল মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে, নৌকার কারণেই দেশের উন্নয়ন হয়েছে, হচ্ছে। তাই আর কোনও মার্কা নেই, ৭ জানুয়ারি সকালে আমাদের একসঙ্গে নৌকায় ভোট দিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘এই সময়কালে তিনি বিধবা ভাতা, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ডসহ নানান রকম ভাতার ব্যবস্থা করে সামাজিক নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন, তাদের জন্যে বীরনিবাস তৈরি করে দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্প করেছেন, যেন মানুষের অর্থনৈতিক সমস্যা ও দারিদ্র্য দূর হয়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে, ক্ষুদ্র সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করি। আমরা সকলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সপক্ষে ভোটারদের সচেতন করি। ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।’

দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন: আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net