শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে কাল সাক্ষাৎ করবে ইসি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানান

by ঢাকাবার্তা ডেস্ক
প্রধান বিচারপতির সঙ্গে কাল সাক্ষাৎ করবে ইসি

রাজনীতি ডেস্ক।।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে কাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা ১ নভেম্বর সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।’

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আরও বলেন, প্রধান বিচারপতি শপথ নেওয়ার পর তাঁর সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও এমন সাক্ষাতের সময়সূচি রয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো সংবাদমাধ্যম সৌজন্য সাক্ষাতের পরিবর্তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয়ে অবহিত করতে ইসি আসবে বলে সংবাদ প্রকাশ করেছে, যা ঠিক নয়।

ইসি সূত্র জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা করছে ইসি। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক হতে পারে।

 

আরও পড়ুন: বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net