রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

প্রস্মিতাকে বিয়ে করছেন অনুপম

গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। 

by ঢাকাবার্তা ডেস্ক
প্রস্মিতাকে বিয়ে করছেন অনুপম

বিনোদন ডেস্ক।।

বিয়ে করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী ২ মার্চ বিয়ে পিঁড়িতে বসবেন তিনি। বিয়ে নিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন অনুপম নিজেই। গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

প্রস্মিতা পাল।গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

প্রস্মিতা পাল।গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

 

পাত্রীও বিনোদন–দুনিয়ার মানুষ, গায়িকা প্রস্মিতা পাল। তবে অনুপম জানান, তাঁর বিয়েতে খুব বড়সড় আয়োজন থাকবে না। টলিপাড়া থেকে কারা থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? সেসব নিয়ে এখনই বিশেষ আলোচনায় যাচ্ছেন না গায়ক। অনুপম বলেন, ‘পাত্রী প্রস্মিতা। সইসাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক, কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’ পশ্চিমবঙ্গের আরেকটি গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, প্রস্মিতা ও অনুপমের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব ছিল, পরে তা প্রেমে পরিণত হয়। তবে দুজন কবে থেকে সম্পর্কে জড়িয়েছেন, তা জানা যায়নি।

প্রস্মিতা পাল।গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

প্রস্মিতা পাল।গায়ক জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

এটি হতে যাচ্ছে অনুপমের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়।

অনুপম রায় জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

অনুপম রায় জানান, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। Dhaka Barta।

প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। গত বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় পিয়ার।

 

আরও পড়ুন: চার বছর পর সিটি অব জয়-এ জেমস

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net