শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪শে নভেম্বর

এই ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

by ঢাকাবার্তা ডেস্ক
প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪শে নভেম্বর

আগামী ২৪শে নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। এই ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবারও পরীক্ষা ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েট এরআগের পরীক্ষায় দ্রুত সময়ে পরীক্ষা নিয়ে নির্ভুলভাবে ফল প্রকাশ করেছিল। তাই এবারও বুয়েটের মাধ্যমে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিলো ২৪শে মার্চ। দ্বিতীয় ধাপে ২৩শে মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিলো ১৪ই এপ্রিল। তৃতীয় ধাপে গত ১৪ই জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৮ই জুলাই পর্যন্ত এ দুই বিভাগের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ পুরণে সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে।

এরসঙ্গে যুক্ত করা হবে শূন্যপদ। ধারণা করা যায় এই সংখ্যা ঢের বেশি হবে। ডিপিই’র সর্বশেষ তথ্যানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদ আছে প্রায় আট হাজার। চলতি বছরে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সার্কুলারে একযোগে প্রায় সাড়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিপুলসংখ্যক এই শিক্ষক নিয়োগ পাওয়ার পর যোগদান করেন চলতি বছরের জানুয়ারিতে।

আরও পড়ুনঃ দেশের সড়কে চালানো যাবে ৩৭৫ সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net