খেলা ডেস্ক।।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৫০ ওভারে ২৪০/১০ (কুলদীপ ১০*, সূর্যকুমার ৮*, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)
সূর্যকুমারও হতাশ করলেন
আহমেদাবাদে ভারতের ব্যাটিং ব্যর্থতায় হাল ধরতে পারেননি সূর্যকুমার যাদবও। ১৮ রান করে জশ হ্যাজেলউডের ক্যাচ হন তিনি। বল তার গ্লাভস ছুঁয়ে জশ ইংলিসের গ্লাভসে ধরা পড়ে। ২২৬ রানে নবম উইকেট পড়লো ভারতের।
বুমরাকে ফেরালেন জাম্পা
স্টার্কের পর অ্যাডাম জাম্পা আঘাত করলেন। মাত্র ১ রান করে এলবিডব্লিউ হলেন যশপ্রীত বুমরা। ২১৪ রানে ৮ উইকেট হারায় ভারত।
স্টার্কের শিকার শামি
মিচেল স্টার্ক টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নিলেন। ৪৪তম ওভারে মোহাম্মদ শামিকে ৬ রানে জশ ইংলিসের ক্যাচ বানান অস্ট্রেলিয়ান পেসার। ২১১ রানে ৭ উইকেট নেই ভারতের।
ভারতকে দুইশতে পৌঁছে দিয়ে আউট রাহুল
৪১তম ওভারে অ্যাডাম জাম্পার বলে ড্রাইভ করে সিঙ্গেল নেন লোকেশ লাহুল। তাতে ভারতের স্কোর দুইশতে পৌঁছায়। পরের ওভারে ফিরে যান তিনি। মিচেল স্টার্কের বলে আউটসাইড এজ হয়ে জশ ইংলিসের ক্যাচ হন তিনি। ১০৭ বলে ১ চারে ৬৬ রান করেন তিনি। ২০৩ রানে ৬ উইকেট হারালো ভারত।
জাদেজাকে হারিয়ে চাপে ভারত
রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ব্যর্থ। মারকুটে এই ব্যাটারকে খোলসবন্দি করে রাখে অস্ট্রেলিয়ান বোলাররা। ইনিংসও দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ২২ বলে ৯ রান করে জশ হ্যাজেলউডের বলে জস ইংলিসের গ্লাভসবন্দি হন। ১৭৮ রানে ৫ উইকেট হারালো ভারত।
কামিন্সের বলে বোল্ড কোহলি, স্তব্ধ আহমেদাবাদ
আহমেদাবাদের প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক স্তব্ধ। গ্যালারিতে আনুশকা শর্মার চোখেমুখে স্পষ্ট বিষাদের ছাপ। ডাগআউটে রবিচন্দ্রন অশ্বিনের মাথায় হাত। বিরাট কোহলি বোল্ড!
কামিন্সের শর্ট লেংথের বল আলতো করে খেলতে চেয়েছিলেন কোহলি। তবে বল এতটা উঠবে, ভাবতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল গিয়ে ভেঙেছে স্টাম্প। ফাইনালের মহাগুরুত্বপূর্ণ উইকেট নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। কোহলি থেমেছেন ৬৩ বলে ৫৪ রান করে। রাহুলের সঙ্গে তাঁর জুটি ভেঙেছে ৬৭ রানে।
হেডের দুর্দান্ত ক্যাচে থামলেন রোহিত
অষ্টম ওভারে প্রথমবারের মতো দেখা গেছে স্পিন, এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে এসেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
পাওয়ারপ্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের ওপর চড়াও হয়েছেন রোহিত, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। পরের বলে রোহিত ব্যাকফুটে ছিলেন, যেন জানতেন কী আসতে চলেছে। কাট করে মেরেছেন চার। এরপর আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, এবার যেদিকে খেলতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত, সেটি করতে পারেননি। ক্যাচ উঠেছিল কাভারে। অন্য যে কোনো দিন হয়ত বেঁচেই যেতেন। কিন্তু আজ নয়। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। যে ক্যাচ ঘুরিয়ে দিতে পারে ম্যাচ, ঘুরিয়ে দিতে পারে ফাইনাল!
রোহিত থেমেছেন ৩১ বলে ৪৭ রান করে। ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ৮২ রান।
আগের ওভারেই অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডকে ১ ছক্কা ও ১ চার হাঁকান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে সতর্ক থাকলেও আস্তে আস্তে আগ্রাসী হচ্ছিলেন তিনি। তবে এর মধ্যেই ওপেনিং সঙ্গী হারালেন রোহিত। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েন শুভমন গিল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৪ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
রাউন্ড রবিন লীগ এবং সেমিফাইনাল পেরিয়ে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পৌঁছেছে ফাইনালের মঞ্চে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শিরোপার লড়াইয়ে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
সেমিফাইনালের উইনিং ইলেভেন নিয়ে বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত ও অস্ট্রেলিয়া।
টস জিতে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘শুষ্ক উইকেট মনে হচ্ছে। আমরা আগে বোলিং করতে চাই। রাতে কুয়াশা বড় বিষয় হয়ে দাঁড়ায়।’ কামিন্স বলেন, ‘এই দলটির অংশ হতে পেরে আমি গর্বিত। (দুই হারে) বিশ্বকাপের শুরুটা কঠিন হলেও ছেলেরা এরপর আর কোনো ভুল করেনি। সেমিফাইনালের মতোই একাদশ রেখেছি আমরা।’ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘শুরুতে আমরা ব্যাটিংই করতে চেয়েছিলাম। বড় ম্যাচ এটি। স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে। দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে।’
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।
আরও পড়ুন: ব্যবহৃত পিচেই খেলা জানালেও সমান সুযোগ দেখছেন কামিন্স