শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডান ও মিশরে ঢুকতে দেওয়া হবে না: জর্ডানের রাজা

ইসরায়েলের হামলায় গাজার লাখ লাখ বাসিন্দা ইতোমধ্যে গৃহহীন হয়ে পড়েছেন। তবে চরম মানবিক পরিস্থিতিতে পড়া এসব ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিবেশী জর্ডান ও মিশরে আশ্রয় প্রদানে অপারগতার কথা জানিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।

by ঢাকাবার্তা ডেস্ক
ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডান ও মিশরে ঢুকতে দেওয়া হবে না: জর্ডানের রাজা

বিদেশ ডেস্ক।।

ইসরায়েলের হামলায় গাজার লাখ লাখ বাসিন্দা ইতোমধ্যে গৃহহীন হয়ে পড়েছেন। তবে চরম মানবিক পরিস্থিতিতে পড়া এসব ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিবেশী জর্ডান ও মিশরে আশ্রয় প্রদানে অপারগতার কথা জানিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।তিনি বলেছেন, তার দেশ ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে প্রস্তুত নয়।

আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জর্ডানের রাজা বলেন, ‘জর্ডানে ও মিশরে কোনো শরণার্থী থাকবে না।’

‘এটি একটি রেডলাইন, কারণ আমি মনে করি যে- এটি কিছু সাধারণ সন্দেহভাজনদের দ্বারা এই ইস্যুতে কার্যত সমস্যা তৈরির চেষ্টা এবং পরিকল্পনা। গাজার মানবিক সংকট গাজার ভেতরেই সমাধান করা উচিত’, বলেন তিনি।

আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘ

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net