শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

ফিলিস্তিনের পতাকা হাতে ফাইনালের মাঠে বিরাটকে জড়িয়ে ধরলেন দর্শক

আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের ১৪তম ওভারের সময় মাঠে ঢুকে পড়েন তিনি। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন

by ঢাকাবার্তা ডেস্ক
ফিলিস্তিনের পতাকা হাতে ফাইনালের মাঠে বিরাটকে জড়িয়ে ধরলেন দর্শক

খেলা ডেস্ক।।

ফিলিস্তিনের স্বাধীনতা ও হামলা বন্ধের দাবিতে বিশ্বকাপের ফাইনালের মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার মুখে ছিল ফিলিস্তিনের পকাতার তৈরি মাস্ক। গায়ে ছিল সাদা রঙের টি-শার্ট। স্বাধীনতার দাবিতে সেটার পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টান’। আর সামনে লেখা ছিল যুদ্ধ ও হামলা বন্ধের আহ্বান।

আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের ১৪তম ওভারের সময় মাঠে ঢুকে পড়েন তিনি। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। এরপর অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন এবং মাঠের বাইরে নিয়ে যান।

অনুপ্রবেশকারী অবশ্য বিরাট কোহলির ভক্ত। তবে শক্তিশালী নিরাপত্তা বলয় ভেঙে তার মাঠে প্রবেশ ফাইনালের মতো আসরের যথাযথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেছে। নিরাপত্তা ভাঙায় তাকে পুলিশি হেফাযতে নেওয়া হয়েছে।

মেগা ফাইনাল দেখতে ১ লাখ ৩০ হাজার দর্শক মাঠে প্রবেশ করেছেন। টস হেরে ব্যাট করছে ভারত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net