মোত্তাকিন মুন।।
ইসরায়েলি হামলায় আল জাজিরায় কর্মরত সাংবাদিকের পরিবারের ২২ জন সদস্য নিহত
বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় কর্মরত সাংবাদিকের পরিবারের ২২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। ওই সাংবাদিকের নাম মোহামেন আল শারাফি। তার পরিবারের সদস্যরা গাজা উপত্যকার জাবালিয়া আশ্রয়কেন্দ্রে আশ্রিত ছিলেন।
আল শারাফি তার পিতা-মাতা, ভাই ও তাদের সহধর্মিণী,ছেলে,মেয়ে সকলেই এই হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি বলেন “ইসরায়েলি বিস্ফোরক আশ্রয়কেন্দ্র শিবিরে এত প্রবল জোরে আঘাত করেছে যে লাশগুলোর কাছে এখনো পৌছান সম্ভব হয়নি। আগে আমরা ফিলিস্তিনিরা প্রিয়তমদের বিদায় বলতে পারতাম না, এখন তাদের দাফন করতেও বাধা দেয়া হচ্ছে”

ইসরায়েলি হামলায় আল জাজিরায় কর্মরত সাংবাদিকের পরিবারের ২২ জন সদস্য নিহত।। ঢাকাবার্তা।।
আল শারাফির অপর একজন আত্মীয় বলেন বুধবার সকালে আশ্রয় শিবিরে হামলা হয়। আমাদের পরিবারের শিশুরা ছাড়াও, আরও অধিক শিশু নিহত হয়েছেন।
এসময় আল মোয়ামেন শারাফি তার মা আমিনার একটি ভয়েস ম্যাসেজ শেয়ার করেন। সেখানে তাকে বলতে শোনা যায় “ আসসালামু আলাইকুম। শুভ সকাল মোমিন। কেমন আছো তুমি? আল্লাহ তোমাকে এই যুদ্ধের ক্ষতি থেকে রক্ষা করুক। আমি তোমার কথা ভাবি। নিজের যত্ন নিও”
আল জাজিরার গণমাধ্যম এই হামলার নিন্দা করেন। বলেন “এই হামলার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিবো”
ফিলিস্তিন সমর্থকদের বয়কটে স্টারবাক্স হারালো ১১ বিলিয়ন ডলার বাজার মূল্য
ফিলিস্তিন সমর্থকদের লাগাতার বয়কটে আমেরিকার অন্যতম বড় কফি বিক্রেতা প্রতিষ্ঠান স্টারবাক্স গত এক মাসে ১১ বিলিয়ন ডলার সম পরিমান বাজার মূল্য হারিয়েছে। তাদের শেয়ার ৯ শতাংশ পর্যন্ত নেমেছেও এবং এই ধারা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিন সমর্থকদের বয়কটে স্টারবাক্স হারালো ১১ বিলিয়ন ডলার বাজার মূল্য।। ঢাকাবার্তা।।
উল্লেখ্য গত ৭ অক্টোবর স্টারবাক্স প্রতিষ্ঠানের কর্মচারীদের ইউনিয়ন ফিলিস্তিনকে সমর্থন করে টুইট করে। এর শাস্তিস্বরূপ স্টারবাক্স তাদেরকে একযোগে বরখাস্ত করে। কর্মচারীদের এই ইউনিয়নটি এরপরে যা করে, তাতে সমর্থন জানায় বিশ্ববাসী। তারা স্টারবাক্সকে বয়কটের ডাক দেয়। তাদের পাশে থাকে আরব সম্প্রদায়। এরই ধারাবাহিকতায় স্টারবাক্স এই বাজারমূল্য হারিয়েছে।
এমনকি তাদের অনলাইন অর্ডার এবং তাদের কফিশপে ভীড়ও এখন চোখে পড়েনা। মোট নয়টি দেশে স্টারবাক্সের ৩ হাজার ৫ শো ৮৬ টি শাখা রয়েছে।
যুক্তরাষ্ট্র জানালো গাজায় ইসরাইলের গ্রাউন্ড অপারেশন শেষ হবে কবে
ইসরাইলের সামরিক বাহিনী শিগগিরই গাজায় তাদের গ্রাউন্ড অফেন্সিভ শেষ করতে পারে। আগামী জানুয়ারি পর্যন্ত তাদের এই চলমান অভিযান অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপর চলমান এই অভিযান স্থগিত করা হবে এবং নতুন কৌশল গ্রহণ করবে ইসরাইল বলে ধারণা করছে মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তারা বলেন, ইসরাইল যেভাবে উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে, দক্ষিণ গাজারও সেই পরিণতি হোক তা চায় না যুক্তরাষ্ট্র। বরং ইরাক ও আফগানিস্তানে যেভাবে গোপনে টার্গেটকে হত্যা করতো যুক্তরাষ্ট্র, গাজায়ও তাই করা হবে। এতে করে বেসামরিক নিহতের সংখ্যা কমে আসবে। ইসরাইল তখন শুধু হামাস সদস্য ও নিজের নিরাপত্তার জন্য হুমকিগুলোকে টার্গেট করে হামলা চালাবে।
তারা আরও বলেন ওয়াশিংটন দক্ষিণ গাজায় ইসরাইলি অভিযান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাই তারা ইসরাইলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, উত্তর গাজার মতো ধ্বংসাত্মক কৌশল দক্ষিণ গাজার ক্ষেত্রে নেয়া যাবে না। পাশাপাশি বেসামরিক নিহতের সংখ্যাও কমিয়ে আনতে বলা হয়েছে ইসরাইলকে।
আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় সাতশো জনকে হত্যা করলো ইসরায়েল