১১০
সাহিত্য ডেস্ক।।
ফেনী সাহিত্য সভা পাঠচক্রের প্রথম অধিবেশন উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় ফেনী শহরের নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরিতে সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের বিষয় ছিল- ‘সাহিত্য সংগঠন: কেন করব, কেন করব না’। এতে অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের একান্ত সচিব ও কালচারাল অফিসার, বিশিষ্ট কবি সৌম্য সালেক। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কবি ও প্রাবন্ধিক জিয়াউদ্দিন বুলবুল, আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক আসাদুজ্জামান দারা।