শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

এর আগে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
ফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

বিনোদন ডেস্ক।।

দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)- এর স্বনামধন্য ব্র্যান্ড লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবারো চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। রাজধানী ঢাকার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অফিসে একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)- এর পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে ও বিদ্যা সিনহা মিমের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মিম বলেন, লাক্স এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর, কেন না লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমেই মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল! ২০০৭ সালের ‘লাক্স চ্যানেল আই সুপার স্টার’ মিম চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন। লাক্স সুপারস্টারের মুকুট অর্জনের পর থেকে মিম চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনসহ প্রত্যেক পারফরম্যান্সের ক্ষেত্রে তার অনন্য মেধার পরিচয় দিয়েছেন।

 

আরও পড়ুনঃ ইসরায়েলের হামলা বন্ধে বাইডেনকে ৭৬ হলিউড তারকার চিঠি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net