বিনোদন ডেস্ক।।
কঙ্গনা রানাউত ভেবেছিলেন দেশের ছবিতে অভিনয় করে কপাল ফেরাবেন। প্রত্যাশা করেছিলেন বিতর্ক থেকে বেরিয়ে বক্স অফিসে দারুণ সফলতা পাবেন। তবে আপাতত, কঙ্গনার সেই আশায় গুড়ে বালি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার অভিনীত ‘তেজস’- সিনেমা। ভারতের সর্বত্রই হল থেকে ছিটকে যাচ্ছে কঙ্গনার এই ছবি। আর ‘তেজস’র তেজ কমে আসতেই কঙ্গনা হতাশ! এমনটা যে হবে তা আন্দাজও করতে পারেননি তিনি। বলিউডের যে কোনো অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাউতের ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে কিন্তু তার বাজার মন্দা। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো দেখাতে পারেনি। গত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র ফলাফলও সিনেবাজারে খুব খারাপ।
এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগলো না! বক্স অফিসের ককপিটে ফের ব্যর্থ উড়ান কঙ্গনা রানাউতের। প্রসঙ্গত, ‘তেজস’ মুখ থুবড়ে পড়লেও অভিনেত্রীর তেজ কিন্তু বিন্দুমাত্র কমেনি! লাগাতার ফ্লপ দিয়ে ফের শাপ-শাপান্ত শুরু করেছেন কঙ্গনা। ৬০ কোটি টাকা বাজেটের সিনেমা ৩ দিনে আয় করতে পেরেছে মোটে ৩ কোটি।
আর সেই আবহেই কঙ্গনার সিনেমার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেদর্শকদের একাংশ। তবে সেই সমালোচনা সইতে পারেননি অভিনেত্রী। অতঃপর ফের ঝাঁজালো আক্রমণ করলেন নিন্দুক, সমালোচকদের। এবার এক্স হ্যান্ডেলে আরও একধাপ এগিয়ে একেবারে লাগামছাড়া মন্তব্য কঙ্গনা রানাউতের! লিখেছেন, যারা আমার খারাপ কামনা করছেন, তাদের জীবনে চিরকালের জন্য দুর্ভোগ নেমে আসবে। কারণ, এরপর বাকি জীবন ধরে ওদের প্রতিটা দিন আমার সাফল্য, উত্তরণ দেখতে হবে।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার হাফ সেঞ্চুরি