বিনোদন ডেস্ক।।
ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন ওয়ামিকা গাব্বির। গত বছরটা দুর্দান্ত কেটেছে। একের পর এক সফল প্রকল্পে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। শুধু তা-ই নয়, আইএমডিবির সেরা দশের তালিকায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের সঙ্গে তাঁর নামও উঠে এসেছে।
নতুন ছবির শুটিং দিয়ে চলতি বছর শুরু করেছেন ওয়ামিকা। সম্প্রতি এক বিবৃতিতে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। মকরসংক্রান্তির দিন নির্মাতা অ্যাটলি কুমার তাঁর পরের ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতাদের পক্ষ থেকে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে অ্যাটলি কুমার, ছবির নায়ক বরুণ ধাওয়ান আর দুই নায়িকা কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বিকে।
এটি হতে যাচ্ছে বরুণের ক্যারিয়ারের ১৮তম ছবি। তাই প্রাথমিকভাবে ছবির নাম ‘ভিডি এইটটিন’ রাখা হয়েছে। এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন কীর্তি। এদিকে এত বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উৎফুল্ল ওয়ামিকা।
বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি ছবিটির প্রসঙ্গে বলেছেন, ‘এ ছবির সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য এক রোমাঞ্চকর অনুভূতি। বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশের মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যি দারুণ ব্যাপার। অ্যাটলি স্যারের সঙ্গে কাজ করা মানেই অন্য রকম এক সৃজনশীল ভ্রমণ, যে জন্য অধীর অপেক্ষায় আছি। গত বছর দারুণ কেটেছে, চলতি বছরের শুরুটাও দারুণ হয়েছে।’
এদিকে আইএমডিবির করা জনপ্রিয় তারকার তালিকায় নিজের নাম দেখে আপ্লুত ওয়ামিকা। তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘১০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে সত্যিই অভিভূত। সেরা দশের মধ্যে চতুর্থ স্থানে আসতে পারা অত্যন্ত সম্মানের ব্যাপার। অভিনেত্রী হিসেবে আরও দায়িত্ব বেড়ে গেছে।’
গত বছরটা তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে উল্লেখ করে ওয়ামিকা আরও বলেন, ‘আমার এই ভ্রমণ কোনো স্বপ্নের থেকে কম নয়। সারা দুনিয়ার মানুষের অফুরান ভালোবাসা আর সমর্থন পেয়েছি। ২০২৩ সালে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। আমি সত্যি ভাগ্যবান, অনেক প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছি। বিশেষ করে আমার সব পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’
আরও পড়ুন: কৃতি স্যানন নতুন বছরটা যেভাবে কাটাতে চান