রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

বন্ধ করে দেওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছে সরকার

by ঢাকাবার্তা
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

স্টাফ রিপোর্টার ।। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বন্ধ করে দেওয়া ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হল দুই সপ্তাহ পর। বুধবার দুপুরে বিটিআরসি ভবনে ফেইসবুক ও টিকটকের সঙ্গে এক বৈঠকের পর সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান। এর কিছুক্ষণ পর দেশের বিভিন্ন এলাকায় এসব সোশাল মিডিয়া ফের চালু হতে শুরু করে বলে ব্যবহারকারীরা জানান।

প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, “যে সকল সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের জন্য আমরা সাময়িকভাবে কিছু বিধিনিষেধ দিয়েছিলাম, সার্বিক বিবেচনায় আমরা আজকে বিকেলের মধ্যে বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছি। “ব্রিফিং শেষে বিটিআরসিকে খুলে দেওয়ার নির্দেশ রয়েছে। তবে এক-দুই ঘণ্টা সময় লাগতে পারে। আশা করছি বিকেলের মাঝে সব ওপেন হয়ে যাবে।”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব ও অপপ্রচার’ বন্ধে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় এসব কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়ার কথা এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন প্রতিমন্ত্রী পলক।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আমরা টিকটক, ইউটিউব এবং ফেইসবুককে তাদের একটা ব্যাখ্যা মৌখিকভাবে ও লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায়। আর আমার জানামতে ফেইসবুক ও ইউটিউব এখন পর্যন্ত বিটিআরসিতে কোনো উত্তর দেয়নি।”

বুধবার প্রতিমন্ত্রী ফেইসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। টিকটকের প্রতিনিধিরা সশরীরে বিটিআরসি ভবনে উপস্থিত হয়েছিলেন। আর ইউটিউব কর্তৃপক্ষ বৈঠকের জন্য আরেকদিন সময় চেয়ে চিঠি পাঠিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net