বিনোদন ডেস্ক।।
টলিউডের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। আগামী ৩রা নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত ট্রেলারেই চমক দেখিয়েছেন এই নায়িকা। নেটিজেনরা মিমির বেশ প্রশংসা করছেন ট্রেলার দেখে। এক ভক্ত বলেছেন, এ তো শুরুতেই বজিমাত। একেবারে চমকে দিয়েছেন মিমি। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এই দুই পরিচালকের ছবি ‘পোস্ত’। ছবিটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী। এই ছবিটিই হিন্দিতে রিমেক করা হয়েছে।
‘পোস্ত’ ছবিটিতে যে নির্দিষ্ট চরিত্রে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে, এখানেও সেই একই ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। ছবির ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিমি। তিনি লিখেছেন, অবশেষে! ঠাকুমা-ঠাকুরদা তাকে বড় করেছে আর বাবা-মা জন্ম দিয়েছেন। শিশুটির আইনি দায়িত্ব কার পাওয়া উচিত। আদালতে একটি আবেগঘন যুদ্ধ ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। ছবিটিতে দেখা গিয়েছে পরেশ রাওয়ালকেও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল বাণিজ্যিক ছবি হলো ‘পোস্ত’। শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি বাংলা বক্স অফিসে যে ম্যাজিক তৈরি করেছেন তা কি একইভাবে বলিউডেও করতে পারবেন! সেই দিকে তাকিয়ে দর্শক।
আরও পড়ুন: কোয়েল-মিমিদের টপকে এগিয়ে জয়া