সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান।

by ঢাকাবার্তা ডেস্ক
বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

বিনোদন ডেস্ক।।

দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। এই সিনেমার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন শাকিব খান।  আজ বুধবার রাতে ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, ‘সিনেমার কোনো ভাষা নেই। যেকোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। “দরদ” তেমনই একটি প্রজেক্ট।’ শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২৭ অক্টোবর থেকে ভারতে সাইকো থ্রিলার গল্পের ছবি ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে।আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

 

আরও পড়ুনঃ সায়মা স্মৃতির অপেক্ষার অবসান হলো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net