খেলা ডেস্ক।।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩২.৩ ওভারে ২০৫/৩ (রিজওয়ান ২৬*, ইফতিখার ১৭*, ফখর ৮১, বাবর ৯, শফিক ৬৮)
বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪/১০ (শরিফুল ১*, মোস্তাফিজ ৩, তাসকিন ৬, মিরাজ ২৫, সাকিব আল হাসান ৪৩, তানজিদ ০, নাজমুল শান্ত ৪, মুশফিক ৫, লিটন দাস ৪৫, মাহমুদউল্লাহ ৫৬, তাওহীদ ৭)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই পথের পথিক। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল দুই দল। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে এক দলের জয়খরা কাটানো নিশ্চিত ছিল। দাপট দেখিয়ে সেই দলটির আসনে বসলো পাকিস্তান। ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা। বাংলাদেশকে টানা ষষ্ঠ হারের তিক্ত স্বাদ দিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরলো বাবর আজমের দল। এনিয়ে চতুর্থবার একশ বা তার বেশি বল হাতে রেখে জিতলো পাকিস্তান।
শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমের পেসে মাত্র ২০৪ রানে অলআউট হয়। সহজ লক্ষ্যে পাকিস্তান শুরু করে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে। ফখর জামান ও আব্দুল্লাহ শফিক ১২৮ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন। মেহেদী হাসান মিরাজ তার চার ওভারে পাকিস্তানের তিন উইকেট নিয়ে বাংলাদেশকে উল্লাসের উপরক্ষ এনে দেন। তাতে খুব একটা লাভ হয়নি। ৩৩তম ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তান জযের বন্দরে পৌঁছে যায়।
সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তানকে টপকে পাঁচে উঠে গেছে পাকিস্তান। আর বাংলাদেশ সমান খেলে দুই পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।
শফিক, বাবরের পর মিরাজের শিকার ফখর
দুই প্রান্ত থেকে আব্দুল্লাহ শফিক ও ফখর জামান বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ২১ ওভারে তারা তুলে ফেলে ১২৮ রান। আর কোনও রান যোগ না করে ২২তম ওভারে ভেঙে যায় এই জুটি। মেহেদী হাসান মিরাজ ফেরান শফিককে। ৬৯ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন পাকিস্তানি ওপেনার, এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
বাংলাদেশি স্পিনার দ্বিতীয় উইকটে পান তার ষষ্ঠ ওভারে। মাত্র ৯ রান করে লং অনে মাহমুদউল্লাহর ক্যাচ হন বাবর আজম। ১৬০ রানে দ্বিতীয় উইকেট পড়লো পাকিস্তানের। মিরাজ তার পরের ওভারে তৃতীয় বলে ফখরকেও আউট করলেন। কাউ কর্নারে তাওহীদ হৃদয়ের ক্যাচ হন পাকিস্তানি ওপেনার। ৭৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৮১ রানে থামেন তিনি। পাকিস্তান তাদের তৃতীয় উইকেট হারায় ১৬৯ রানে।
শফিক-ফখরের হাফ সেঞ্চুরিতে অস্বস্তিতে বাংলাদেশ
১৮তম ওভারে তাসকিন আহমেদের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শফিক। পরের বলে ফখর জামান ছক্কা মেরে হাফ সেঞ্চুরি উদযাপন করেন। একই সঙ্গে পাকিস্তানের স্কোর একশ ছাড়ায়। উদ্বোধনী জুটিতে অস্বস্তিতে আছে বাংলাদেশ।
পাওয়ার প্লেতে বাংলাদেশের কোনও সাফল্য নেই
২০৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। অল্প পুঁজি প্রতিহত করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ১০ ওভার বল করেও কোনও সাফল্য পায়নি। পাকিস্তান তাদের ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে ৫২ রান তুলেছে।
আরও পড়ুন: বড় স্কোর নেই কোনো ব্যাটারের, ২০৪ রানে অলআউট বাংলাদেশ