মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

‘বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব’, বললেন পাকিস্তানি অভিনেত্রী

পোস্টটি নিয়ে আলোচনা চলছে এক্সে।কেউ কেউ সমালোচনাও করছেন

by ঢাকাবার্তা ডেস্ক
‘বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব’, বললেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক।।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত হয়ে উঠেছেন ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি সাকিব আল হাসান ও রোহিত শর্মার দল।

গত শনিবার আহমেদাবাদে ভারতের কাছে গো-হারা হেরেছে পাকিস্তান। ম্যাচ হারার পরদিন পাকিস্তানের তরুণ অভিনেত্রী সেহার শিনওয়ারি এক্স হ্যান্ডলে লিখেছেন- ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে আমি ঢাকায় যাব। বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব।

পোস্টটি নিয়ে আলোচনা চলছে এক্সে; কেউ কেউ সমালোচনাও করছেন। হায়দ্রাবাদের মেয়ে সেহার ২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখে পড়েছিলেন সেহার। বাধার দেয়াল ঠেলে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

 

আরও পড়ুনঃ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net