গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ম্যাচে খেলতে নেমেই চোটে পড়েন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর চোট অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল তার বিশ্বকাপ। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কিউই দল। প্রথম দুই ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার বিশ্বকাপ যাত্রা।
চোট কাটিয়ে ফেরার পর উইলিয়ামসন বুধবার চেন্নাইয়ে ঘণ্টা খানেক নিবিড় ব্যাটিং অনুশীলন করেছেন। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করে দিলেন, একাদশে ফিরছেন তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেছেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’