বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার দায় নিলেন হাথুরুসিংহে

৭ ম্যাচে ৬ হারে সাকিব আল হাসানের দলের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার দায় নিলেন হাথুরুসিংহে

খেলা ডেস্ক।।

অনেক বড় স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত টাইগারদের বিশ্বকাপ মিশন ব্যর্থতায় ভরা। ৭ ম্যাচে ৬ হারে সাকিব আল হাসানের দলের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিলেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

আগামীকাল নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরুসিংহে। দলের এই ব্যর্থতার দায় কতটুকু নেবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ দলের অন্য সবার মতো এই ব্যর্থতার দায় আমিও নিচ্ছি। আমরা সমর্থকদের হতাশ করেছি, একই সঙ্গে আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে এ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। শুধু একটা যে জিনিস পরিবর্তন হয়েছে, সেটা আমাদের মাথার মধ্যে  ঘুরছে, আমাদের চিন্তাভাবনা।’

কোচ হিসেবে থাকা নিয়ে হাথুরু বলেন, ‘আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হবে এবং দেখতে হবে কী ভুল হয়েছে। আর আমার কোচ হিসেবে থেকে যাওয়ার কথা- এটা আমার হাতে নয়। এই সিদ্ধান্ত বোর্ড নেবে।’

 

আরও পড়ুন: মাস্ক পড়ে সাকিবদের অনুশীলন, ঘাটতির জায়গা নিয়ে কাজ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net