বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাংলাদেশের সিনেমা ‘বলী’ পাচ্ছে ৩৪ লাখ টাকা পুরস্কার

দুটি সিনেমাকে দেওয়া হয় ৩০ হাজার ডলারের পুরস্কার

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশের সিনেমা ‘বলী’ পাচ্ছে ৩৪ লাখ টাকা পুরস্কার

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। এ উৎসবে আলোচনায় থাকে প্রতিযোগিতামূলক শাখা নিউ কারেন্টস বিভাগ। প্রথম ও দ্বিতীয় সিনেমার নির্মাতারা এই শাখায় সিনেমা জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্য দিয়ে উৎসবে এশিয়ার তরুণ নির্মাতাদের আলাদা জায়গা করে দেওয়া হয়। যার জন্য এ উৎসব আলাদা ও বৈচিত্র্যপূর্ণ। এ শাখায় দুটি সিনেমাকে দেওয়া হয় ৩০ হাজার ডলারের পুরস্কার। ‘বলী’র সঙ্গে জাপানি পরিচালক মরি রিউসুয়া পরিচালিত ‘সেপ্টেম্বর ১৯২৩’ এ পুরস্কার পাচ্ছে। উৎসব কর্তৃপক্ষের বক্তব্য, তাদের এ বিভাগে অংশ নেওয়া সব সিনেমা সমান গুরুত্বপূর্ণ। এর মধ্যে বিচারকেরা দুটি সিনেমার পরিচালকের হাতে পুরস্কার তুলে দেবেন। এই শাখায় বাংলাদেশ থেকে বিপ্লব সরকারের ‘আগন্তুক’ প্রতিযোগিতা করে।

উৎসবে প্রতিযোগিতামূলক আরেকটি শাখা কিম জিসোক। এই শাখায়ও ১০টি সিনেমা মনোনয়ন পেয়েছিল। এশিয়ার গুরুত্বপূর্ণ নির্মাতাদের সিনেমা এই শাখায় প্রিমিয়ার হয়। বাংলাদেশ থেকে এ বছর মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা মনোনয়ন পেয়েছিল। এ বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছে শ্রীলঙ্কা ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা প্যারাডাইস ও কাজাখস্তানের মিরলান আবদিকালিকভ পরিচালিত সিনেমা ‘ব্রাইড কিডনাপিং’।

বুসান মের্চেন্যান্ট পুরস্কার জিতেছে কোরিয়া ও জাপানের সিনেমা ‘দ্য ভয়েজেজ অব দ্য সাইলেন্সড’। এটি পরিচালনা করেছেন পার্ক সনাম ও পার্ক মাউই। এ ছাড়া জিন জিয়াং পরিচালিত সিঙ্গাপুর ও চায়নার সিনেমা ‘রিপাবলিক’ এই শাখায় ১০ হাজার ডলার পুরস্কার জিতেছে। উৎসবে আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার সনজি অ্যাওয়ার্ড। এ শাখায় পুরস্কার জিতেছে কোরিয়ার জিওন দোহি ও কিম সোহি পরিচালিত ‘মাইডেয়ার’ ও ইরানের নাসরিন পরিচালিত ‘২১ উইকস লেটার’। এই শাখার সিনেমার জন্য ১০ হাজার ডলারের পুরস্কার রয়েছে।

 

কিবিএস ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ‘হাউস অব দ্য সিজনস’। কোরিয়ান এই সিনেমা পরিচালনা করেছেন জ্যং মিন। সিনেমা পাচ্ছে ১০ হাজার ডলার পুরস্কার। এ ছাড়া উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে কেবি নিউ কারেন্টস অডিয়েন্স পুরস্কার পেয়েছে কোরিয়ার সিনেমা ‘হেরিটেজ’। এটি পরিচালনা করেছেন লি জং সু। ফিপরেস্কি পুরস্কার জিতেছে কোরিয়ান সিনেমা ‘দ্যটস সামার’র লাই।’ সিনেমাটি পরিচালনা করেছেন সনহুন। উল্লেখ্য, ‘বলী’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

 

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ম্যাচের আগে গাইবেন অরিজিৎ, থাকবেন আরও দুই জনপ্রিয় গায়ক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net