সোমবার, মার্চ ১৭, ২০২৫

বাংলাদেশে সেন্সর পেলো রণবীরের অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি, মুক্তির পাঁচ দিন পর বাংলাদেশে সেন্সর পেলো।

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশে সেন্সর পেলো রণবীরের অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি

বিনোদন ডেস্ক।।

বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সিনেমা হলে চলবে সিনেমাটি। রণবীর কাপুর অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি, মুক্তির পাঁচ দিন পর বাংলাদেশে সেন্সর পেলো।

আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আজ সিনেমাটি সেন্সর পেয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও চলবে।’ অ্যাকশন, বাবা-ছেলের আবেগ-ভালোবাসায় সাজানো ‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিনেমা এটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪২৫ কোটি রুপি আয় করেছে।

এতে আরও অভিনয় করেছেন- রাশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

 

আরও পড়ুন: চলে গেলেন ‘সিআইডি’ ধারাবাহিকের ইন্সপেক্টর ‘ফ্রেডি’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net