বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বাংলাদেশ সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল

রোমাঞ্চকর এক লড়াই শেষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশ বনাম পাকিস্তান এর মূল ম্যাচে লড়াই হলো সমানে সমান। সুপার ওভারেও কম রোমাঞ্চ ছড়ায়নি। নাহিদা আক্তারের জাদুকরী বোলিংয়ে

খেলা ডেস্ক।।

বাংলাদেশ বনাম পাকিস্তান এর মূল ম্যাচে লড়াই হলো সমানে সমান। সুপার ওভারেও কম রোমাঞ্চ ছড়ায়নি। নাহিদা আক্তারের জাদুকরী বোলিংয়ে সুপার ওভারের পুরোটা খেলতে পারেনি পাকিস্তান। কোনোমতে ৭ রান সংগ্রহ করে দলটি। সে লক্ষ্য তাড়া করতে শেষ বল পর্যন্ত খেলতে হয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত দারুণ জয়ে সিরিজে সমতা এনেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে পাকিস্তানকে হারায় বাংলাদেশের মেয়েরা। এর আগে মূল ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ১ বল বাকি থাকতে ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা।

মূলত অসাধারণ ফিল্ডিংয়েই জয় মিলেছে বাংলাদেশের মেয়েদের। এদিন সুপার ওভারে বল করতে এসে প্রথম বলেই ইরাম জাবেদকে বোল্ড করে দেন নাহিদা। সে ওভারে বাউন্ডারি হজম করেন একটি। পঞ্চম বলে দারুণ থ্রোতে আলিয়া রিয়াজকে রানআউট করে দেন ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত লক্ষ্যটা হাতের নাগালেই রাখতে পারে বাংলাদেশ।

সেই লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হয় বাংলাদেশের। নাশরা সান্ধুর প্রথম বলেই বাউন্ডারি মারেন সোবহানা মোস্তারি। পরের পাঁচ বলে তাই জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের। তাই দেখে শুনে সিঙ্গেল নিয়েই বাকি কাজটা সাড়তে চেয়েছিলেন মেয়েরা। তবে পঞ্চম বলে মোস্তারি স্টাম্পিং ফাঁদে পড়লে জমে যায় লড়াই। তবে শেষ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ২১ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় দলটি। এরপর ২২ রানের জুটি গড়ে আউট হয়ে যান সোবহানাও। এরপর আরেক ওপেনার ফারজানা হককে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার। ৪৯ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। দলীয় ৯২ রানে ফারজানা রানআউটের ফাঁদে পড়লে ভাঙে এ জুটি।

এরপর ফাহিমাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন নিগার। ২৭ রানের জুটিও গড়েন। কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৫০ রানের মধ্যে বাকি ৭টি উইকেট হারায় তারা। ফলে ১৬৯ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগ্রেসদের।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন নিগার। ১০৪ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ফারজানার ব্যাট থেকে আসে ৪০ রান। ৮৮ বলে ৩টি চারে সাজান নিজের ইনিংস। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল ও সান্ধু।

১৭০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে পাকিস্তান। সাদাফ শামস ও সিদ্রা আমিনের ওপেনিং জুটিতে আসে ৪১ রান। সিদ্রাকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ফাহিমা। তাতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় টাইগ্রেসরা। সে অর্থে তেমন জুটি গড়তে দেননি পাকিস্তানিদের।

তবে লক্ষ্য মাঝারী হওয়ায় তাতেই জয়ের পথে ছিল পাকিস্তানি মেয়েরা। ছয় উইকেটে ১৫৩ রান তুলে ফেলেছিল দলটি। জয় থেকে তখন ১৭ রান দূরে দলটি। কিন্তু এরপর টাইগ্রেসদের দারুণ ফিল্ডিংয়ে কাবু হয় দলটি। সেই চার ব্যাটারের তিনজনকেই ফিরিয়েছেন রানআউট করে। ফলে সমান রানেই থাকতে হয় পাকিস্তানকে।

পাকিস্তানের প্রায় সব ব্যাটার সেট হলেও ইনিংস লম্বা করতে পারেননি কেউ। ওপেনার সিদ্রা আমিন সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। ২৭ রান করেন অধিনায়ক নাদিয়া দার। বাংলাদেশের পক্ষে ২৯ রানের খরচায় ৩টি উইকেট নেন রাবেয়া খান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net