শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বাংলা একাডেমিতে চলছে ঢাকা বিভাগীয় বইমেলা

মেলাটি উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলা একাডেমিতে চলছে ঢাকা বিভাগীয় বইমেলা

বর্তমানে বাংলা একাডেমি চত্বরে চলছে ৮ দিনের ঢাকা বিভাগীয় বইমেলা। শনিবার (৭ অক্টোবর) এই মেলার উদ্বোধন হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য হল ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সোনার বাংলার স্বপ্নযাত্রা’।

মেলাটি উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ৮ টি বিভাগে পর্যায়ক্রমে এই বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

এবারের মেলায় ১০০ টি স্টল রয়েছে। এতে অংশ নিচ্ছে ৬৫ টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান এবং ২০ টি সরকারি প্রতিষ্ঠান।

ঢাকা বিভাগীয় বইমেলা ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। মেলা শুরু হবে প্রতিদিন দুপুর ৩ টায় এবং শেষ হবে রাত ৮ টায়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net