শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বাণিজ্যমন্ত্রী বললেন, নিত্যপণ্যের বেঁধে দেয়া দাম কার্যকর করা যায়নি

তিনি বলেন, বেঁধে দেয়া আলু, ডিম ও পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি।

by ঢাকাবার্তা ডেস্ক
বাণিজ্যমন্ত্রী বললেন, নিত্যপণ্যের বেঁধে দেয়া দাম কার্যকর করা যায়নি

স্টাফ রিপোর্টার।।

মন্ত্রণালয়ের বেঁধে দেয়া নিত্যপণ্যের দাম কার্যকর করা যায়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বেঁধে দেয়া আলু, ডিম ও পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি। আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম তা অ্যাচিভ করা যায়নি। তারপরেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া পণ্যের দাম কার্যকর করা যায়।
শুক্রবার বিকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে শতকরা ১০ ভাগ রফতানি আয়ও বেড়েছে। আবার গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে।

এ সময় মন্ত্রীর নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এরপর তিনি তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার জন্য রংপুর নগরীর বাসা ত্যাগ করেন।

আরও পড়ুনঃ এক মাসেই রিজার্ভ কমল ২ বিলিয়ন ডলার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net