বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বাবর ও শাকিলের অর্ধশতক, ২৭০ রানে অলআউট পাকিস্তান

তাবরাইজ শামসির ঘূর্ণিতে ২৭০ রানে থামলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

by ঢাকাবার্তা ডেস্ক
বাবর ও শাকিলের অর্ধশতক, ২৭০ রানে অলআউট পাকিস্তান

খেলা ডেস্ক।।

বড় স্কোরই করতে চেয়েছিল পাকিস্তান। তাই আগে ব্যাটিংয়ে নেমেছিল তারা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাবর আজমের ৫০ ও সৌদ শাকিলের ৫২ রানে ভর করে ২৭১ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকাকে।  তাবরাইজ শামসির ঘূর্ণিতে ২৭০ রানে থামলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (৯) ও ইমাম উল হক (১২) মার্কো ইয়ানসেনের টানা দুই ওভারে ফিরে যান। ৩৮ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। জেরাল্ড কোয়েটজে এই জুটি ৪৮ রানের  বেশি হতে দেননি। রিজওয়ানকে ৩১ রানে কুইন্টন ডি ককের গ্লাভসে বন্দি করেন।

 

ইফতিখার আহমেদকে নিয়ে ইনিংস মেরামত করছিলেন বাবর। শামসি বাধা দেন। দক্ষিণ আফ্রিকান স্পিনার পরপর দুই ওভারে দুজনকে ফেরান। ২১ রান করেছিলেন ইফতিখার। ৬৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন বাবর।

১৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে শক্ত অবস্থানে নেওয়ার ইঙ্গিত দেন শাদাব খান ও সৌদ শাকিল। শাদাব অল্পের জন্য ফিফটি উদযাপন করতে পারেননি। ৩৬ বলে ৪৩ রান করে কোয়েটজের বলে কেশব মহারাজকে ক্যাচ দেন। ৮৪ রানের জুটি ভেঙে যায়।

 

শামসি আবারও পরপর দুই ওভারে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আঘাত করেন। শাকিলকে ৫২ রানে ডি ককের ক্যাচ বানান। তারপর শাহীন শাহ আফ্রিদি তার শিকার। ২ রানের মধ্যে মোহাম্মদ নওয়াজ (২৪) ও মোহাম্মদ ওয়াসিম (৭) ফিরে গেলে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

৪৬.৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দিতে চার উইকেট নেন  শামসি। তিনটি উইকেট নেন ইয়ানসেন, দুটি পান কোয়েটজে।

 

আরও পড়ুন: সাকিব নিয়ম ভাঙেননি, তার প্রশংসা করা উচিত: তাসকিন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net