সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বাবর কীভাবে ‘১ নম্বর’ ব্যাটার হয়, প্রশ্ন গম্ভীরের

বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পান পাকিস্তান অধিনায়ক

by ঢাকাবার্তা ডেস্ক
বাবর কীভাবে ‘১ নম্বর’ ব্যাটার হয়, প্রশ্ন গম্ভীরের

খেলা ডেস্ক।।

ব্যর্থতার বৃত্ত ভেঙে বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি পেলেন বাবর আজম। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পান পাকিস্তান অধিনায়ক। রান পেলেও রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে সমালোচনা পিছু ছাড়ছে না এই ডান হাতির। ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর তো, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাবরের শীর্ষস্থানে থাকা নিয়েও আপত্তি জানালেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। সেই ম্যাচে ৫ রানে আউট হন অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে সাজঘরে ফেরেন তিনি। ভারতের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন বাবর। তবে এরপরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফের ১৮ রানে আউট হন তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৯২ বলে ৭৪ রান করা বাবর সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ৬৫ বলে ৫০ রানের ইনিংস। এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, ‘একজন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটার দলকে ম্যাচ জেতাবে।

হয়তো বিশ্বকাপে সে কিছু রান পেয়েছে। কিন্তু এখনো ইম্প্যাক্টফুল কোনো ইনিংস খেলতে পারেনি, যাতে তার দল জয় পেতে পারতো।’

 

গম্ভীর বলেন, ‘বিশ্বকাপে সে তিনটা ফিফটি মারলো, অথচ পাকিস্তানের দলীয় সংগ্রহ ৩০০ পেরোলো মাত্র একবার (মূলত দুবার)। সেই ম্যাচটিও তারা হেরেছে।’ গৌতম মূলত অস্ট্রেলিয়ার দেয়া ৩৬৮ রানের টার্গেটে পাকিস্তানের ৬২ রানের হারকে উল্লেখ করেছেন। সেই ম্যাচে ৩০৫ রান তুলতে সমর্থ্য হয়েছিল পাকিস্তান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তুলেছিল গ্রিন ক্যাপরা।

দীর্ঘদিন ধরেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। তবে বিশ্বকাপে চেনা ছন্দে দেখা যাচ্ছে না পাকিস্তান অধিনায়ককে। গৌতম বলেন, ‘যদি বাবরের অধিনায়কত্ব কিংবা তার ব্যাটিং নিয়ে কথা বলেন… সে গত ছয় ম্যাচে মাত্র তিনটি ফিফটি মেরেছে। আমি জানি না, কীভাবে সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার হয়।’

গৌতম বলেন, ‘হ্যাঁ, গত দুই বছরে সে অনেক রান করেছে। ১৯টি সেঞ্চুরি মেরেছে। তবে তার রেকর্ড এবং র‌্যাঙ্কিং ওভাররেটেড (যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য পাওয়া)।’

 

আরও পড়ন: ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net