শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বার্নিকাটের গাড়ি বহরে হামলা: বদিউল আলমের শ্যালককে গ্রেপ্তারে পরোয়ানা

এক নম্বর আসামি ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত

by ঢাকাবার্তা ডেস্ক
বার্নিকাটের গাড়ি বহরে হা*মলা: বদিউল আলমের শ্যালককে গ্রেপ্তারে পরোয়ানা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হা*মলার মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এক নম্বর আসামি ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ইশতিয়াক এই মামলার বাদী বেসরকারি সংস্থা ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক। তাকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলে আগামী ৩১ অক্টোবর তারিখ রেখেছেন ঢাকা মহানগর হাকিম জাকী আল ফারাবী।
আদালত ইশতিয়াক ছাড়াও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল এবং আরও সাতজনের বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র গ্রহণ করে বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকতা এস আই এশারত।
অন্য আসামিরা হলেন- ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খাঁন কাজল, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি।
হা*মলায় মুজাহিদ আজমির তানহা নামে আরেকজনের নাম পাওয়া গেলেও তিনি মা*রা যাওয়ায় মা*মলা থেকে তার নাম বাদ পড়েছে।
বার্নিকাটের বহরে হা*মলার ঘটনায় ২০১৮ সালের ১০ অগাস্ট রাতে সুজনের সম্পাদক মোহাম্মদপুর থানায় মা*মলাটি করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ১ মার্চ নয় জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালত অভিযোগ গঠন করে।
এতে বলা হয়, ২০১৮ সালে ৪ অগাস্ট রাতে বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে বার্নিকাটের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের নামে তিনি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ আরও কয়েকজনের সঙ্গে ‘সরকারবিরোধী ষ*ড়যন্ত্র’ করছিলেন বলে খবর পায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
রাত আনুমানিক ১১টায় ছাত্রলীগ নেতা নাইমুল হাসান ওরফে রাসেলের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে ই*টপাটকেল ছুড়তে থাকে। পাশাপাশি বাড়ির জানালার গ্লাস ভা*ঙচুর করা হয়। তারা বদিউল আলম, তার স্ত্রী ও ছেলে মাহবুব মজুমদারকে জীবননাশের হু*মকি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।
হা*মলাকারীরা সেদিন মাহবুবকে ধা*ক্কা দিয়ে আঘাত করেন এবং এরপর বাড়ির প্রধান গেট ধা*ক্কাধাক্কি করে, ভয়-ভীতি দেখিয়ে তারা চলে যায় বলেও মা*মলায় উল্লেখ করেন বদিউল। তারা বার্নিকাটের গাড়ি ধা*ওয়া করলে রাষ্ট্রদূত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net