রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

বায়ুদূষণে ঢাকা তৃতীয়

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর ১৮০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
বায়ুদূষণে ঢাকা তৃতীয়

স্টাফ রিপোর্টার।।

বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ তৃতীয়।  শীর্ষে ভারতের দিল্লি।  শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৪২৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং শহরটির স্কোর ১৮৭। সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর ১৮০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে।

 

আরও পড়ুন: ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net