বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বিএনপির অবরোধ কর্মসূচি: মোতায়েন হচ্ছে ৬৫০০০ আনসার-ভিডিপি

রেল লাইন রক্ষায় সারা দেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপির অবরোধ কর্মসূচি: মোতায়েন হচ্ছে ৬৫০০০ আনসার-ভিডিপি

রাজনীতি ডেস্ক।।

বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ৬৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বাং লাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ‘অপারেশন সুরক্ষিত যাতায়াত’ শুরু করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে সারা দেশে মোট ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

আগামীকাল ৫ নভেম্বর সকাল থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দিন রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা।

বিশেষ করে রেললাইনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন তারা। রেল লাইন রক্ষায় সারা দেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পাঁচ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

আরও পড়ুন: বিএনপি মহাসচিব ফখরুলের মুক্তি দাবি ৫৮৭ বিশিষ্ট নাগরিকের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net