শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

হরতালেও গণপরিবহন চলবে : মালিক সমিতি

বিএনপির ডাকা হরতালে সড়কে স্বাভাবিকভাবে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপির হরতালেও গণপরিবহন চলবে: মালিক সমিতি

রাজনীতি ডেস্ক।।

সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৮ অক্টোবর) হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে বিএনপির ডাকা হরতালে সড়কে স্বাভাবিকভাবে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।এতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলি এবং আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাস চলবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা সাড়া দেবে না। ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। মালিক-শ্রমিকরা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়ি চলাচল করবে।

 

আরও পড়ুন:  ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ: মুক্তি কাউন্সিল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net