রাজনীতি ডেস্ক।।
বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারেরা আগুন-সন্ত্রাসের পথেই আছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটি বলছে, ‘আগুন-সন্ত্রাসী’দের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
আজ শনিবার এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ দিনভর রাজধানীতে চলমান সহিংসতায় এক পুলিশ সদস্যের মৃত্যু, পুলিশ হাসপাতালে আগুন ও প্রধান বিচারপতির বাসায় আক্রমণের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেয় জাসদ।
বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারদের উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে অসাংবিধানিক সরকার আনা বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক পথ পরিত্যাগ করেছে অভিযোগ করে বিবৃতিতে হাসানুল হক ও শিরীন আখতার বলেন, তাঁরা আগুন-সন্ত্রাস, সহিংসতার সব প্রস্তুতি নিয়েই আজ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে যোগদানকারী নেতা-কর্মীদের সমাবেশের আগের দিন রাতে স্পর্শকাতর কূটনীতিক এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছিল, যার মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্র-চক্রান্ত প্রকাশিত হয়েছিল।
২০১৫ সালের মতো আগুন-সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করেই গণতান্ত্রিক সাংবিধানিক ধারায় দেশ পরিচালিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াতের হত্যা, খুন, আগুন-সন্ত্রাসের প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল করেছে জাসদ।