শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

বিএনপি নির্বাচনে আসুক, কার কত দৌড় তা দেখা যাক

বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপি নির্বাচনে আসুক, কার কত দৌড় তা দেখা যাক

রাজনীতি ডেস্ক।।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলটি নির্বাচনে আসুক। কার কত দৌড়, তা দেখা যাক। জনগণ কাকে চায়, তা যাচাই করা যাক। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচনে আসবে না। নির্বাচনে আসার মতো তাদের আস্থা-বিশ্বাস নেই। একটা দলের মাথা কোথায়? বিএনপি কি বাংলাদেশে একজন নেতাও পেলো না, যাকে তারা দলের চেয়ারম্যান করতে পারে? তিনি বলেন, দল যখন আছে, আর কিছু না হোক, নির্বাচনের নমিনেশন বিক্রি করা, এটাও তো একটা ব্যবসা তাদের (বিএনপি)। এর আগে সে ব্যবসাই তারা করেছে। হয়তো সে ব্যবসা করতে পারে।সে জন্য দলটি নির্বাচনে আসুক। শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে আসেন, কার কত দৌড় আমরা সেটা দেখি। জনগণ কাকে চায়, সেটা আমরা যাচাই করে দেখি।’

 

ইতিমধ্যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, সন্দেহ নেই।

 

আরও পড়ুন: মার্কিন দূতাবাস কর্মকর্তাদের কাছে রুমিন ফারহানার ‘নালিশ’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net