রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিএনপি সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে

সবশেষ গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপি সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে

রাজনীতি ডেস্ক।।

সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরেপক্ষ সকারের অধীনে নির্বাচন, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) শনিবার সন্ধ্যার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল।’

সবশেষ গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ডাকা এই হরতাল কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

 

আরও পড়ুন: রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net