সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) নির্বাচনে জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। আর মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।

 

এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার, সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন ও বাছির জামাল। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম. হামিদুল হক মানিক, মীর্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।

 

আরও পড়ুন: সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net