বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বিটিভিতে ‘ভালোবেসে বিয়ে’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর,  মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান প্রমুখ

by ঢাকাবার্তা ডেস্ক
বিটিভিতে ‘ভালোবেসে বিয়ে’

টেলিভিশন ডেস্ক।।

ভালোবেসে বিয়ের ঘটনা চারপাশে ঘটছে অনন্তকাল ধরে। সেই নিয়মিত ঘটনাকে উপজীব্য করে নাটক-সিনেমা-গান-গল্পেরও যেন অন্ত নেই। তবে এবারের গল্পটি খানিক আলাদা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

‘ভালোবেসে বিয়ে’ নামের এই নাটকটি প্রচার হবে ৪ নভেম্বর রাত ৮টার সংবাদের পর, বিটিভিতে। অলোক বসুর রচনায় এটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর,  মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান প্রমুখ।

আরেকটি দৃশ্যে বাবু ও চুমকি

প্রযোজক ঈমাম হোসাইন জানান, রোমান্টিক ধাঁচের এই নাটকটিতে দেখা যাবে ভালোবেসে বিয়ে হওয়া এক নবদম্পতির সাবলেট জীবনে ঘটে যাওয়া নানাবিধ জটিলতার গল্প।

 

আরও পড়ুন: হুমায়রা হিমুর প্রেমিক জিয়াউদ্দিন গ্রেপ্তার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net