শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বিদিশা এরশাদের বিরুদ্ধে চট্টগ্রামে মামলার আবেদন

by ঢাকাবার্তা
বিদিশা এরশাদ

চট্টগ্রাম প্রতিনিধি ।। 

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে নালিশি মামলার আবেদন করা হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে এ আবেদন করেন ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার শফি টাওয়ারের বাসিন্দা। মামলায় বিদিশার সঙ্গে গাইবান্ধার বাসিন্দা রাশেদুল ইসলাম ও শাহজাদা খন্দকার নামের দুজনকে বিবাদী হিসেবে রাখা হয়।

বাদীর আইনজীবী মুহাম্মদ জি ইউ মাসউদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালত আগামী ৫ আগস্ট পরবর্তী দিন ধার্য রেখেছেন শুনানির জন্য। সেদিন বাদীর বক্তব্য গ্রহণ করে পরবর্তী আদেশ দেবেন আদালত।

মামলার আবেদনে বলা হয়, বাদী মোরশেদ মঞ্জুর একজন ব্যবসায়ী। তাঁর সঙ্গে বিদিশার যৌথ ব্যবসা ছিল। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর পারিবারিক বিভিন্ন জটিলতায় পড়লে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ধার দেন বিদিশাকে। কিন্তু ওই টাকা তিনি পরিশোধ না করে আত্মসাৎ করেন। এ ছাড়া অপর দুই বিবাদীর সহযোগিতায় তাঁকে নানাভাবে হুমকি দেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিদিশা এরশাদ বলে, মোরশেদ মঞ্জুর তাঁদের গাড়িচালক ছিলেন। তাঁদের গাড়ি চুরির অভিযোগে মোরশেদ মঞ্জুর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন। মামলা থেকে বাঁচতে এসব মিথ্যা অভিযোগ করেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net