বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বিদেশি নভোচারীকে মহাকাশ স্টেশন উড্ডয়ন মিশনে যোগ দেয়ার আমন্ত্রণ চীনের

বর্তমান চীনে মাটি থেকে মানুষবাহী মহাকাশ স্টেশন এবং এই সম্পর্কে আকাশ থেকে মাটি পর্যন্ত ফিরে-আসা সংক্রান্ত পরিবহণ ব্যবস্থা সুসম্পূর্ণ হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
বিদেশি নভোচারীকে মহাকাশ স্টেশন উড্ডয়ন মিশনে যোগ দেয়ার আমন্ত্রণ চীনের

স্পেসটেটর ডেস্ক।।

আজ (বুধবার) চীনের শেনচৌ ১৭ নম্বর মানুষবাহী উড্ডয়ন মিশনের এক প্রেস ব্রিফিংয়ে চীনের মানুষবাহী মহাকাশ প্রকল্পের তথ্য মুখপাত্র এবং চীনের মানুষবাহী মহাকাশ প্রকল্প কার্যালয়ের উপ-পরিচালক লিন সি ছিয়াং বিশ্বে একটি উন্মুক্ত আমন্ত্রণপত্র দিয়েছেন। এতে যারা শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার করে থাকে, সেই দেশগুলোর নভোচারীদের চীনের সাথে সহযোগিতা করে চীনের মহাকাশ স্টেশনের উড্ডয়ন মিশনে অংশ নিতে স্বাগত জানিয়েছেন।

 

বর্তমান চীনে মাটি থেকে মানুষবাহী মহাকাশ স্টেশন এবং এই সম্পর্কে আকাশ থেকে মাটি পর্যন্ত ফিরে-আসা সংক্রান্ত পরিবহণ ব্যবস্থা সুসম্পূর্ণ হয়েছে। এতে একটি পরিপক্ব মহাকাশচারী নির্বাচন, প্রশিক্ষণ ও নিশ্চয়তা ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে, এটি মনুষ্যবাহী মিশনের পরিকল্পনা করেছে, যা হলো বছরে দুইবার করে স্বাভাবিকায়ন সংক্রান্ত মনুষ্যবাহী মহাকাশ উৎক্ষেপণ মিশন চালানো।

 

আরও পড়ুনঃ বাধা পেরিয়ে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল ইসরো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net