শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বিশেষজ্ঞ ও প্রতিভাবানদের নাগরিকত্ব দিবে সৌদি আরব

by ঢাকাবার্তা
সৌদি আরবের পাসপোর্ট। প্রতীকী ছবি।

ঢাকাবার্তা ডেস্ক ।। 

সৌদি আরব একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা ও অন্যান্য প্রতিভাবান ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সি (SPA) দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয় যে, রাজকীয় ডিক্রির মাধ্যমে ধর্ম, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া এবং প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ দক্ষতা ও প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করা হবে।

এই পদক্ষেপটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে সহায়ক হবে, যা একটি আকর্ষণীয় পরিবেশ তৈরি করে শীর্ষস্থানীয় প্রতিভাবানদের আকর্ষণ, বিনিয়োগ ও ধরে রাখার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

এই নাগরিকত্ব প্রদান ভিশন ২০৩০-এর উদ্দেশ্য পূরণে সৌদি আরবের প্রতিশ্রুতি এবং উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net