সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বিশ্বকাপে দ্রুততম ৪০ বলে সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক ম্যাক্সওয়েলেরই

by ঢাকাবার্তা ডেস্ক
বিশ্বকাপে দ্রুততম ৪০ বলে সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের রেকর্ড

খেলা ডেস্ক।।

ইনিংস শেষের আগের ওভার যখন শুরু করলেন বাস ডে লেডে, শতক থেকে তখনও ২৫ রান দূরে গ্লেন ম্যাক্সওয়েল। সেখান থেকে তিন অঙ্ক ছুঁতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লাগল স্রেফ পাঁচ বল! ডে লেডের বৈধ প্রথম পাঁচ বলে দুটি চার ও তিনটি ছক্কায় তিনি ছুঁয়ে ফেললেন শতক, গড়লেন রেকর্ড।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে স্রেফ ৪০ বলে শতক করেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক এটিই। তিন সপ্তাহও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের রেকর্ড টিকল না। এই মাঠেই গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতকে ছুঁয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

ওয়ানডে ইতিহাসে দ্রুততম শতকের তালিকায় ম্যাক্সওয়েল আছেন এখন চার নম্বরে। ৩১ বলে সেঞ্চুরি করে চূড়ায় এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে দ্রুততম শতকের রেকর্ড আগে থেকেই ছিল ম্যাক্সওয়েলের। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন নিজেকেই।

জশ ইংলিসের বিদায়ের পর ৪০তম ওভারের শুরুতে ছয় নম্বরে ক্রিজে যান ম্যাক্সওয়েল। মুখোমুখি প্রথম বল ‘ডট’ খেলার পর ডে লেডেকে পরপর দুই চার মেরে ডানা মেলে দেন তিনি। পরে ডে লেডেকে ছক্কায় উড়িয়ে পঞ্চাশ পূর্ণ করেন তিনি ২৭ বলে। পরের ১৩ বলেই ছুঁয়ে ফেলেন শতক!

৪৯তম ওভারে ডে লেডের প্রথম দুই বলে দুটি চারের পর মারেন টানা তিনটি ছক্কা। মাইলফলক ছোঁয়া ছক্কাটি আসে ‘নো’ বলে। ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক এটি, ২০২০ সালের সেপ্টেম্বরের পর প্রথম। তিন শতকের দুটিই এলো বিশ্বকাপে।

শেষ ওভারে থামে তার বিনোদনদায়ী ৪৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস। যেখানে ৯টি চারের পাশে ছক্কা ৮টি। তার সঙ্গে ডেভিড ওয়ার্নারের শতকে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৯৯

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net