সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিশ্বকাপে রেকর্ড রান করা নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে হারালো পাকিস্তান

ডাকওয়ার্থ লুইস মেথডে পাকিস্তান তখন এগিয়ে ছিল ২১ রানে। নিউজিল্যান্ডকে হতাশায় ভাসিয়ে বৃষ্টি বিজয়ীর মুকুট পরায় পাকিস্তানকে

by ঢাকাবার্তা ডেস্ক
বিশ্বকাপে রেকর্ড রান করা নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে হারালো পাকিস্তান

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে নিউজিল্যান্ড তাদের রেকর্ড রান করেছিল। ৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানও জয়ের জন্যই খেলছিল। ফখর জামানের বিস্ফোরক ইনিংস সেই কথাই বলছিল। তবে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড না থাকায় নিউজিল্যান্ড বিজয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু বাধ সাধে বৃষ্টি। তাতে আগ্রাসী ব্যাটিংয়ের সুফল পায় পাকিস্তান। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার পর আর খেলাই হয়নি। ডাকওয়ার্থ লুইস মেথডে পাকিস্তান তখন এগিয়ে ছিল ২১ রানে। নিউজিল্যান্ডকে হতাশায় ভাসিয়ে বৃষ্টি বিজয়ীর মুকুট পরায় পাকিস্তানকে।

Babar Azam lumped Ish Sodhi after returning from the first rain break of the chase, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

রাচিন রবীন্দ্রর একাধিক রেকর্ড গড়া কীর্তি ব্যর্থতায় ম্লান হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান করার পর বৃষ্টি তাদের পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল। স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বৃষ্টি নামার আগে পাকিস্তান ২১.৩ ওভারে করে ফেলে ১৬০ রান, মাত্র এক উইকেট হারিয়ে। ওই সময় ডিএলএস মেথডে ১০ রানে এগিয়ে ছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ড এক ঘণ্টা পর ভালো খবর পায়। আবার শুরু হয়েছে খেলা। কাটঅফ করা হয়েছে পাকিস্তানের ইনিংস, ৪১ ওভারে তাদের করতে হবে ৩৪২ রান।

Fakhar Zaman's first fifty came in 39 balls and his second in 24, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায়। টিম সাউদি তাকে ৪ রানে ফেরান। কেন উইলিয়ামসন দুর্দান্ত ক্যাচ নেন।

এরপর ক্রিজে আধিপত্য করেন বাবর আজম ও ফখর জামান। ৩৯ বলে ফিফটি করা ফখর এরই মধ্যে তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন। ৬৩ বলে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।

Fakhar Zaman tonned up in the 20th over, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

বাবর অপরাজিত আছেন ৪৭ রানে। ম্যাচের কাটঅফ টাইম ধরা হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে পানি নিষ্কাষণের ব্যবস্থা বেশ ভালো হলেও আকাশে মেঘের খেলা নিউজিল্যান্ডকে অস্বস্তিতে রেখেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net