বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়, টেবিলে ৭ নাম্বারে বাংলাদেশ

এই জয়ে চলতি বিশ্বকাপে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা

by ঢাকাবার্তা ডেস্ক
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়, টেবিলে ৭ নাম্বারে বাংলাদেশ

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রান তাড়ায়  ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজীদ হাসান তামিম করেন ৯ আর আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ২৩ রান। এরপর ১৭০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাকিব করেন ৮২ আর শান্তর ব্যাট থেকে আসে ৯০ রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দ্রুত ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি। শেষদিকে তাওহীদ হৃদয়ের ৭ বলে ১৫ ও তানজিম হাসান সাকিবের ৬ বলে ৯ রানের ক্যামিওতে ৮.৫ ওভার বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ে চলতি বিশ্বকাপে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে এটাই প্রথম জয় বাংলাদেশের।

Najmul Hossain Shanto celebrates his half-century, Bangladesh vs Sri Lanka, Men's ODI World Cup, November 6, 2023

মুশফিক-রিয়াদ ফিরে গেলেন 

জয়ের পথেই ছিল বাংলাদেশ। আচমকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত ফিরে গেলেন।

 

Dilshan Madushanka celebrates after dismissing Tanzid Hasan, Bangladesh vs Sri Lanka, Men's ODI World Cup, November 6, 2023

 

জয়ের পথে বাংলাদেশ 

সাকিব-শান্ত সেঞ্চুরি ফেলে ফিরে গেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের জুটিতে জয়ের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।

সেঞ্চুরি ফেলে গেলেন সাকিব-শান্ত 

৪১ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ১৭০ রানের জুটি।

তবে দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেননি। সাকিব করেন ৮২ আর শান্তর ব্যাট থেকে আসে ৯০ রান। ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৭ রান।

Najmul Hossain Shanto plays the pull, Bangladesh vs Sri Lanka, Men's ODI World Cup, November 6, 2023

এর আগে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজীদ হাসান তামিম করেন ৯ আর আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ২৩ রান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net